দীর্ঘ ছয় বছর পর আগামী ২৬ মে থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। এই প্রতিযোগিতায় অন্যতম দল সোবো মুম্বই ফ্যালকনস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যোগ দিচ্ছেন কপিল দেব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ওমকার সালভিকেও প্রধান কোচ হিসেবে এই দলে যুক্ত করা হয়েছে।
কপিল দেব বলেছেন, ‘মুম্বই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের হৃদয় এবং আত্মা। মুম্বই টি-টোয়েন্টি লিগে সোবো মুম্বাই ফ্যালকনস যখন তাদের অভিযান শুরু করতে চলেছে, সেই সময় তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’
