October 31, 2025
দেশ

“দিল্লি-এনসিআরে পথকুকুর সরানোর নির্দেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট”

সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলে পথকুকুর সরানোর আগের নির্দেশ স্থগিত করেছে। ১১ই আগস্টের আদেশে আট সপ্তাহের মধ্যে সব পথকুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল, যা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের জন্ম দেয়। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, সমস্ত পথকুকুরকে ধরে আশ্রয়কেন্দ্রে রাখা এবং তাদের আর রাস্তায় ছেড়ে না দেওয়ার নির্দেশ অত্যন্ত কঠোর।

আদালত স্পষ্ট করেছে, কুকুরদের স্টেরিলাইজেশন ও টিকাদান শেষে আগের এলাকাতেই ছাড়া হবে, তবে যেগুলি রেবিস আক্রান্ত বা অতি আক্রমণাত্মক, সেগুলি আশ্রয়কেন্দ্রে রাখা হবে।আদালত জানায়, বিদ্যমান পরিকাঠামো এবং জনবল পর্যালোচনা না করে সব কুকুরকে ধরে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ কার্যত অকার্যকর হবে। পাশাপাশি কুকুরদের খাবার দেওয়ার জন্য পৌর ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট ফিডিং স্পেস তৈরির নির্দেশ দিয়েছে আদালত। দিল্লি পৌর সংস্থা (MCD) এ বিষয়ে ব্যবস্থা নেবে।আদালত আরও জানিয়েছে, প্রাণীপ্রেমীরা চাইলে আবেদন করে কুকুর দত্তক নিতে পারবেন।

এছাড়া দেশজুড়ে এই সমস্যা মোকাবিলায় জাতীয় নীতি তৈরির জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রাণীসম্পদ দপ্তরের সচিবদের নোটিস পাঠানো হয়েছে। বর্তমানে রাজ্যগুলির হাইকোর্টে যে সব মামলার শুনানি চলছে, সেগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তর করারও নির্দেশ দেওয়া হয়েছে।পক্ষকার আইনজীবী ননীতা শর্মা এই রায়কে “সুষম আদেশ” বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আদালত এবার থেকে সব রাজ্যের মামলাগুলিকে একত্রিত করে দেখবে।

নিয়মিত কুকুরদের নির্বীজকরণ ও টিকাদান করা হবে এবং আক্রমণাত্মক কুকুরদের পশু আশ্রয়কেন্দ্রে রাখা হবে।এর আগে ১১ই আগস্টের নির্দেশে আদালত সব পথকুকুরকে সরিয়ে নেওয়ার পাশাপাশি, প্রক্রিয়ায় বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিল। তখন আদালত বলেছিল, এই নির্দেশ মানুষের পাশাপাশি কুকুরদের স্বার্থ রক্ষার্থে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment