দিল্লি, ২ ডিসেম্বর— দেশে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে আইন কতটা নমনীয় করা হবে, সেই প্রশ্ন তুলেই মঙ্গলবার কড়া সুরে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আটক হওয়ার পর পাঁচ রোহিঙ্গা নিখোঁজ— এই অভিযোগে এক মামলাকারী শীর্ষ আদালতে আবেদন জানান। সেই মামলার শুনানিতেই উঠে আসে তীব্র মন্তব্য।বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কান্ত সাফ জানিয়ে দেন, দেশের সম্পদ আর কত দিন অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে, তার স্পষ্ট উত্তর প্রয়োজন।
মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন— ‘আপনি কি তাঁদের জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন?’ বিচারপতির বক্তব্য, উত্তর ভারতের একটি সংবেদনশীল সীমান্ত এলাকা রয়েছে, এবং দেশের ভিতরে কী ঘটছে তা নিয়ে উদ্বেগ যথেষ্ট।প্রধান বিচারপতির কটাক্ষ— ‘কেউ সুড়ঙ্গ দিয়ে ঢুকে এল। খাবার পেল, আশ্রয় পেল, শিশুদের শিক্ষার অধিকার পেল। আপনি চান, আইন আরও নমনীয় হোক? আমাদের নিজের গরিব শিশুরা কি এসব সুযোগ পেতে পারে না?’মামলাকারীর আইনজীবী আদালতে যুক্তি দেন, অনুপ্রবেশকারী হলেও কাউকে এ ভাবে জোর করে বাইরে পাঠানো যায় না। তবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর দাবি, জনস্বার্থ মামলা বলে আবেদন করলেও মামলাকারীর সঙ্গে রোহিঙ্গাদের কোনও সম্পর্ক নেই। তা সত্ত্বেও কেন তিনি মামলা করছেন, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন তিনি।
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।
