33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

সুপ্রিম কোর্টে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল

FILE PIC

অবশেষে এস এস সি-র পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর জন্য চাকরি হারাল ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

সুপ্রিম কোর্ট তার রায়ে আরও জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে গত বছর এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

আজ সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। ওই প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা উচিত নয়। এই রায়ের মাধ্যমে কার্যত হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে মানবিকতার খাতিরে চাকরি রইল নলহাটির ক্যানসার আক্রান্ত সেই সোমা দাসের। শীর্ষ আদালত জানিয়েছে, সোমা দাস চাকরিতে বহাল থাকবেন।

Related posts

Leave a Comment