মুম্বই, ১৫ সেপ্টেম্বর: প্রকাশ পেল করণ জোহর প্রযোজিত বহুল প্রতীক্ষিত ছবি ‘Sunny Sanskari Ki Tulsi Kumari’-এর ট্রেলার। রঙিন সাজসজ্জা, ধুমধাম, সঙ্গীত ও হাসি-আনন্দে ভরপুর ট্রেলারটি দর্শকদের একেবারে পাকা বলিউডি বিয়ের আসরে নিয়ে যায়।
ছবির মূল চরিত্রে রয়েছেন সানি, তুলসি, অনন্যা ও বিক্রম। চারজনের সম্পর্ক ও তাদের টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে কাহিনি। ফিল্মটিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কপূর, সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, অক্ষয় ওবেরয় ও মনীশ পল সহ আরও অনেক তারকা।
ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর ছবিটি নিয়ে বলেন, “পরিবারকেন্দ্রিক বিনোদনমূলক ছবি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ছবি একসঙ্গে থাকা, ভালোবাসা আর আনন্দ উদযাপন করার গল্প। ট্রেলারে দর্শক যা দেখলেন, সেটি আসল ছবির মজার এক ঝলক মাত্র।”
পরিচালক শশাঙ্ক খৈতান জানালেন, “আমি চাই দর্শকরা আবারও সেই পুরনো দিনের পারিবারিক ছবির স্বাদ পান। যেখানে সম্পর্ক, হাসি, সঙ্গীত আর নস্ট্যালজিয়া মিলেমিশে এক আবহ তৈরি করে।”
প্রযোজক অপূর্বা মেহতা ছবিটিকে বলেছেন “এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।”
ধর্মা প্রোডাকশনস ও মেন্টর ডিসাইপল এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন হিরু যশ জোহর, করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্বা মেহতা ও শশাঙ্ক খৈতান।
📅 ২ অক্টোবর, ২০২৫ মুক্তি পেতে চলেছে এই ছবি। উৎসবের মরশুমে বড়পর্দায় রঙিন পারিবারিক বিনোদনের স্বাদ দিতে চলেছে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’।
