29 C
Kolkata
August 3, 2025
বিদেশ

আপাতত সুনীতারা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরদারিতে

ফাইল চিত্র

শারীরিক এবং মানসিক দিক থেকে এখনও পর্যন্ত উদ্বেগমুক্ত নন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।সেজন্য সুনীতাদের রাখা হয়েছে চিকিৎসকদের নজরদারিতে। আগামী ৪৫ দিন তাঁদের সেখানে থাকতে হবে। মহাকাশে তাঁদের থাকার কথা ছিল ৮ দিন। সেটাই বাড়তে বাড়তে দাঁড়ায় ২৮৬ দিনে। ফলে ২৭৮ দিন বেশি থাকতে হয়েছে তাঁদের।

৯ মাসেরও বেশি সময় মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন আরও দুই মহাকাশচারী। পৃথিবীতে ফেরার পর নানারকম শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে এখন ধাপে ধাপে এগোতে হবে সুনীতাদের। কী কী সেই প্রক্রিয়া, জানিয়েছে নাসা।

নাসা সূত্রে খবর, আপাতত সুনীতা এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর এবং অন্য দুই মহাকাশচারী নিভৃতবাসে রয়েছেন। আপাতত আগামী ৪৫ দিন তাঁদের ঠিকানা হিউস্টন জনসন স্পেস সেন্টার। সেখানেই নিভৃতবাসে রাখা হয়েছে তাঁদের। সুনীতাদের সঙ্গে রাখা হয়েছে অপর দুই মহাকাশচারী নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভকে।

Related posts

Leave a Comment