Sundar Pichai House: একেই বলে, ‘এলাম, দেখলাম, জয় করলাম’। গুগল-এর সিইও সুন্দর পিচাই-এর ক্যারিয়ারটা যেন সেরকমই হীরে দিয়ে মোড়া! তিনি গুগল-এ যোগ দেওয়ার পর পেয়েছেন একটি উচ্চ মানের বেতন। রাজকীয় জীবন! যা প্রবাসী ভারতীয়দের কাছে চোখ ধাঁধানো স্বপ্নের মতো! এমন একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনও যে যথেষ্ট বিলাস বহুল হবে, সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
সম্প্রতি সুন্দর পিচাই ক্যালিফোর্নিয়াতে একটি সুন্দর বাড়ি বানিয়েছেন। আর সেই বাড়িটি ঘিরে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় মানুষে মানুষের মুখে মুখে চলছে জোর চর্চা। কিন্তু কী আছে সেই বাড়িতে? যা নিয়ে এত চর্চা!
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ায় সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে একটি পাহাড়ের কোলে প্রায় ৯৫ বিঘা জমির ওপর এই বাড়িটি বানিয়েছেন সুন্দর পিচাই। বাড়িটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরেও রয়েছে তেমন চোখ ধাঁধানো সাজসজ্জা! এই বাড়িতে যেমন রয়েছে জিম, পাঁচতারা হোটেলের মতো ইনফিনিটি পুল, তেমনি রয়েছে স্পা, বিশাল একটি ওয়াইন সেলার। রয়েছে অনেকগুলি লিফ্ট। সন্তানদের দেখভাল করার জন্য রয়েছে একদধিক কোয়ার্টার। যেটি সন্তানদের দেখভাল করা ও বাড়ির দেখভাল করা কর্মীদের জন্য ব্যবহৃত হয়। সেখানে সোলার প্যানেলের ব্যবস্থাও রাখা হয়েছে। বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৪ কোটি ডলার। বাড়িটির অন্দর সজ্জার জন্যই খরচ হয়েছে প্রায় ৪৯ কোটি টাকা। বর্তমানে এই বাড়ির মূল্য প্রায় ১১ হাজার কোটি টাকা। তবে এত সুন্দর বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন সুন্দর পিছাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাই।
উল্লেখ্য, তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি ছোট্ট পরিবারে জন্ম সুন্দর পিচাইয়ের। তিনি আইআইটি খড়্গপুর থেকে স্নাতক হয়েছেন। বর্তমানে বিশ্বের সেরা এগজেকিউটিভদের মধ্যে অন্যতম এই ভারতীয় বংশোদ্ভূত। সুন্দর পিচাই বর্তমানে গুগল তথা তার মালিকানাধীন সংস্থা অ্য়ালফাবেটের সিইও।
previous post