সৌতিক চক্রবর্তী, বোলপুর: কোর কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয় ২৯ জুন বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে হবে জেলা কমিটির বৈঠক। সেইমত শনিবার বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে হয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের উপস্থিতে জেলা কমিটির বৈঠক। সেখানে সামনে ২১ জুলাই নিয়ে বিস্তর আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃনমূলের চেয়ারপারসন আশিষ বন্দোপাধ্যায়,কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল,কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্যরা। শুধুমাত্র আজকে এই বৈঠকে দেখা যায়নি সাংসদ তথা কোর কমিটির সদস্য শতাব্দী রায়কে। বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলার তৃনমূল নেতা কর্মীদের ২১ জুলাই এর ইতিহাস বোঝান।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা তৃনমূলের চেয়ারপারসন আশিষ বন্দোপাধ্যায়। তিনি বলেন,“২১ জুলাই এ কোলকাতা যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বীরভূম থেকে বেশি সংখ্যক লোক যাবে এমনটাই মনে হচ্ছে। পাশাপাশি যারা এই দলে নতুন তাদেরকে ২১ এ জুলাই এর ইতিহাস সম্পর্কে বোঝানো হলো। পাশাপাশি সামনে বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়।”
তবে তৃনমূল সূত্রে খবর, বীরভূমে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বর কথা সামনে আসছে। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয় বা দলের বদনাম যাতে না হয় সেই নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি বীরভূমে কী কী উন্নয়ন করতে হবে সেই নিয়েও আলোচনা হয়।