সংবাদ কলকাতা: সুপ্রিমে জোর ধাক্কা খেল রাজ্য। নিয়োগ দুর্নীতির সব মামলা শুনবে হাইকোর্ট। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে এবার থেকে রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সমস্ত হাইকোর্টই ভরসা। মামলার রায় মন পসন্দ না হলে লাফিয়ে লাফিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দেশের শীর্ষ আদালতের মূল্যবান সময় নষ্ট করা চলবে না। উচ্চ আদালতেই সমস্যার সমাধান করতে হবে। গতকাল শুক্রবার এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টকে এড়িয়ে সরাসরি মামলা শোনা সম্ভব নয়।
উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা একযোগে সুপ্রিম কোর্টে শোনার আর্জি জানিয়ে আবেদন করা হয়। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। শুনানিতে স্পষ্টভাবে জানায়, হাইকোর্টকে টপকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সম্ভব নয়। ফলে সুপ্রিম নির্দেশের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে নিয়োগ মামলার শুনানির ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
প্রসঙ্গত নিয়োগ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বর্তমানে বিভিন্ন ডিভিশন বেঞ্চ ও সিঙ্গল বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। এসএসসি, প্রাথমিকে নিয়োগ সহ বহু দুর্নীতির মামলার শুনানি চলছে সেখানে। সেই মামলা সুপ্রিম কোর্টে সরানোর আবেদন করে। অবশেষে দেশের শীর্ষ আদালত সেই আবেদন নাকচ করে দিল।
previous post
