November 1, 2025
দেশ

এসএসসি কেলেঙ্কারি: ২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের বহু আবেদন সত্ত্বেও চাকরি বাতিলের রায়ে অনড় রইল সুপ্রিম কোর্ট। এসএসসির প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরি হারানোদের একাংশ যে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল, তা খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।

শীর্ষ আদালত জানায়, প্রকৃত ওএমআর শিট মেলেনি, সিবিআই তদন্ত ও বাগ কমিটির রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাই পুনর্বিবেচনার আবেদন শুনানির যোগ্য নয়। বিচারপতিদের চেম্বারেই এই শুনানি শেষ হয়।

গত ৩ এপ্রিল এসএসসির নিয়োগে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, সঠিক তথ্য না থাকায় যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। ফলে গোটা প্যানেল বাতিল করা ছাড়া উপায় ছিল না। পাশাপাশি, চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

এরপর রাজ্য, এসএসসি ও চাকরি হারানোদের একাংশ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে। তাদের যুক্তি ছিল, এত চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

আদালত এর আগে শর্তসাপেক্ষে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছিল। তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ৩১ মে-র মধ্যে প্রকাশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল। রাজ্য সেই নির্দেশ মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও পুনর্বিবেচনার আবেদন জানায়। কিন্তু মঙ্গলবার সেই আর্জিও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Related posts

Leave a Comment