জামাইষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী। এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয় আসছে বৌমা ষষ্ঠী। এদিন কলকাতার এক ব্যাঙ্কুয়েটে ১১২ জন শ্বশুর বৌমার জুটি নিয়ে স্রীনিকেতন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৌমা ষষ্ঠী ২০২৫ ।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাঁদের খাওয়ানো ও তাঁদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরে। তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে তাদের শশুর মশাইরা পালন করেন বৌমা ষষ্ঠী। সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার তুলে দেওয়া হয়। সেই সমস্ত আয়োজনই করে এদিন শ্রীনিকেতন। বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী এদিন এই খেলায় অংশগ্রহণ করেন।
বৈদিক যুগে আর্যদের সমাজে গৃহবধূর জন্য বিধেয় নিয়ম ছিলো , বাড়ীর গৃহিণী ঘুম থেকে উঠবে বাড়ীর বাকি সদস্যদের আগে আর শুতে যাবে সবার ঘুমনোর পর ।
যুগ বদলেছে , সমাজ বদলেছে কিন্তু হাজার হাজার বছর আগের গৃহবধূর অবস্থা আজও প্রায় একই থেকে গেছে । সেই সময় দাঁড়িয়ে সমাজের সাথে মানুষদের মানসিকতা বদলানোর ক্ষেত্রে এক অভিনব ভাবনা নিয়ে প্রতি বছর শ্রী নিকেতন আয়োজন করে থাকে এই অনুষ্ঠানের। ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী। বৌমা নয়। মেয়ে রূপে প্রত্যেক শ্বশুর তাদের বৌমাদের গ্রহণ করুন এই বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন । বললেন উদ্যোক্তা
previous post