October 31, 2025
টিভি-ও-সিনেমা

শ্রীলেখা মিত্রের ‘বিগ বস’ অভিজ্ঞতা: ঝগড়া আর ইলিশের স্মৃতি

স্টার জলসার ‘বাংলা বিগ বস’ নিয়ে টেলিপাড়ায় জল্পনা চলছে। শোনা যাচ্ছে, এবারের পর্বে সঞ্চালক হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং নতুন সংযোজন হিসেবে থাকতে পারেন শ্রীলেখা মিত্রসৌরভ দাস।যদিও শ্রীলেখা বলেন, “আমন্ত্রণ দূরের কথা, এমন গুঞ্জনও আমার কাছে আসেনি। সেখানে থাকতে গেলে খুব ঝগড়া করতে হয়। আমি সেটা একেবারেই পারব না।

বেশি দিন থাকলে মাথাখারাপ হয়ে যাবে।”শ্রীলেখা অতীত স্মৃতি মনে করলেন। ২০১৫ সালের বাংলা ‘বিগ বস’ পর্বে তিন দিনের জন্য যোগ দিয়েছিলেন তিনি। নিজের খরচে দামি ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রতিযোগীরা “আধখানা ডিমের জন্য” ঝগড়া করতে দেখেছিলেন। চ্যানেলও এই অনুভূতির জন্য কোনো মূল্য দেয়নি। শ্রীলেখা বলেন, “ইলিশ মাছ নিয়ে যাওয়ায় আমার নামে কুৎসা হয়েছে।

শুধু টাকার জন্য আমি এই ধরনের অনুষ্ঠানে অংশ নিইনি।”তবে, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য প্রতিযোগীদের নাম এখনও আলোচনায় রয়েছে। শ্রীলেখার অভিজ্ঞতা দেখিয়ে বোঝা যায়, প্রতিযোগিতামূলক এই রিয়েলিটি শো তার জন্য নয়।

Related posts

Leave a Comment