দিল্লি, ৩০ নভেম্বর—সাম্প্রতিক জনসভায় দেওয়া ইসলামি নেতা মাদানির মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বক্তৃতাকে কেন্দ্র করে হিন্দু নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আধ্যাত্মিক নেত্রী ইশিকা তানেজা। তাঁর মতে, ‘‘প্রেম ও বন্ধুত্বের নামে ভ্রান্ত বার্তা ছড়িয়ে কিছু লোক হিন্দু মেয়েদের ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করছে। তাই সতর্কতা জরুরি।’’ইশিকা তানেজা বলেন, সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব বাড়ছে, আর সেই সুযোগেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হিন্দু পরিবারগুলোর উদ্দেশে তাঁর পরামর্শ—‘‘মেয়েদের সিদ্ধান্ত, চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে একটু বেশি খোঁজখবর রাখুন। ভুল তথ্য আর মিথ্যাচার থেকে তাদের বাঁচানো পরিবার ও সমাজ—দু’দিকেরই দায়িত্ব।’’
মাদানির বক্তৃতা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে তাঁর বক্তব্য ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে ইশিকা তানেজা বলেন,‘‘যে কোনও সম্প্রদায়ের নারীরা যদি অরক্ষিত বোধ করেন, তা দেশের জন্য বিপজ্জনক সংকেত। প্রশাসন ও সমাজ—দুই পক্ষকেই দায়িত্ব নিতে হবে।’’তিনি আরও সতর্ক করে দেন যে বিভ্রান্তিকর প্রচার যুবসমাজের সামাজিক নিরাপত্তা ও মানসিক স্থিতি নষ্ট করতে পারে। তাই সঠিক তথ্য, সচেতনতা ও সামাজিক সংহতি বজায় রাখার আহ্বান জানান আধ্যাত্মিক নেত্রী।
