১৮৬০ সালে প্রথম আয়কর ব্যবস্থা চালু হয় ভারতে। সেই ধারাকে স্মরণ করতেই প্রতিবছর ২৪ জুলাই আয়কর দিবস পালিত হয় দেশজুড়ে।
এবছর ১৬৬তম আয়কর দিবস উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর দপ্তর। কলকাতার সাইন্স সিটি অডিটোরিয়ামে বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভি ভার্মা গর্গ, আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ নর্থ ইস্ট রিজিয়নের ডিজি(ইনভেস্টিগেশন) অশোক সরোহা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি শ্রী শুভ্র কমল মুখার্জি, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । শক্তিশালি দেশ গড়ে তুলতে করদাতাদের ভুমিকা তুলে ধরেন বক্তারা।
এদিনের অনুষ্ঠানে আয়কর বিভাগের কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা নেওয়ার জন্যে কর্মী ও অফিসারদের পুরষ্কৃত করা হয়।
next post