ইসরোর দুই স্যাটেলাইট যুক্ত হল মহাকাশে। এসডিএক্স ০১ এবং এসডিএক্স ০২ সফলভাবে মহাকাশে যুক্ত্ হয়েছে। রাশিয়া, আমেরিকা, চিনের পর এই সাফল্য অর্জন করল ভারত। এই সংযুক্তির পরবর্তী ধাপে সংযুক্ত হবে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশও, মহাকাশ স্টেশন তৈরির পথ প্রশস্ত করতে। সারা বিশ্বে চতুর্থ দেশ হিসেবে স্পেস ডকিং প্রযুক্তিতে সাফল্যের মুকুট পরে ইতিহাস সৃষ্টি করল ভারত। এদিন এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, মহাকাশে সাফল্যের সঙ্গে ডকিং সম্পন্ন হয়েছে।
গত ৩০ ডিসেম্বর সেই দুই উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়েছিল। রাত ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে এই দুই কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল পিএসএলভি সি–৬০ রকেট। গত ৭ ও ৯ জানুয়ারি ইসরোর তরফে ২ বার ডকিংয়ের চেষ্টা চালানো হয়েছিল। তবে প্রযুক্তিগত ঝুঁকির কারণে পিছিয়ে আনা হয় উপগ্রহগুলিকে। তবে হাল ছাড়েনি ইসরো। অবশেষে বৃহস্পতিবার রেকর্ড গড়ল ভারত।
কী এই ‘স্পেস ডকিং’? মহাকাশে দুই উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানোর জটিল প্রক্রিয়ার নামই ‘স্পেস ডকিং’। ইসরোর লক্ষ্য ছিল স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করা। এদের মধ্যে স্পেডেক্স ১ হল চেজার। স্পেডেক্স ২ টার্গেট।উদ্দেশ্য হল, মহাকাশ স্টেশন স্থাপন করা। ‘ভারতীয় মহাকাশ স্টেশন’ স্থাপনের ক্ষেত্রে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ। এটি সাহায্য করবে চন্দ্রযান ৪ অভিযানের ক্ষেত্রেও।
previous post