জৌনপুরের মাছিলিশহর আসনের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ ক্রিকেটার রিঙ্কু সিংকে বিয়ে করতে চলেছেন।
8ই জুন লখনউতে প্রিয়া সরোজ ও রিংকু সিংহের বিবাহবার্ষিকী।আগামী 18 নভেম্বর বারাণসীর তাজ হোটেলে বিয়ে হবে।
প্রিয়া সরোজের বাবা, কেরাকাট বিধানসভার এসপির বিধায়ক তুফানি সরোজ খবরটি নিশ্চিত করেছেন। তুফানি সরোজ হলেন এস. পি.-র তিন জেলার ডেপুটি।অরিজিনেরিও ডি আলিগড়, রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছেন আইপিএলের সময়কালে।
কনের বাবা বলেন, বারাণসীতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে বিয়ে হবে।
