দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভর্ট রবিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল চলাকালীনই গড়ে ফেললেন একাধিক নজির— এমন নজির, যা মহিলাদের একদিনের বিশ্বকাপের ইতিহাসকে নতুন দিশা দেখাল।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওলভর্ট আবারও দেখালেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তাঁর ফিফটি ছুঁতেই ভেঙে যায় ২০২১-২২ সালের নিউজ়িল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আলিসা হিলির এক এডিশনে সর্বাধিক ৫০৯ রান তোলার রেকর্ড। টুর্নামেন্টজুড়ে অনায়াস ব্যাটিংয়ে ওলভর্ট এগিয়ে গেলেন আরও অনেক দূর।
এখানেই শেষ নয়— মহিলাদের একদিনের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ৫০+ ইনিংস খেলার রেকর্ডও এখন তাঁর দখলে। মোট ১৪ বার ফিফটির গণ্ডি পেরিয়ে তিনি ছাড়িয়ে গেলেন ভারতের মিতালি রাজকে (১৩)। একই সঙ্গে এক বিশ্বকাপেই সবচেয়ে বেশি ৫০+ ইনিংস খেলার তালিকায়ও শীর্ষে উঠে এলেন— নিউজ়িল্যান্ডের ডেবি হকলি, অস্ট্রেলিয়ার এলিস পেরি এবং নিজের আগের কীর্তির সঙ্গে এখন তিনি যৌথভাবে এগিয়ে।
টুর্নামেন্টে তাঁর ধারাবাহিকতা সত্যিই অবিশ্বাস্য। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বজ্রগতির ১৬৯ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে তুলেছিল ৩১৯-এ, যেখানে ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৯৪-এ। গ্রুপ পর্বেও পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে যথাক্রমে ৯০, ৭০ এবং অপরাজিত ৬০ করেছিলেন ওলভর্ট।
ফাইনালের মঞ্চেও তিনি থাকলেন সমান আত্মবিশ্বাসী— শান্ত, ধীরস্থির, নিখুঁত। যখন দলের উপরে চাপ, তখন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসা হলেন তিনিই। নিঃসন্দেহে ২০২৫ বিশ্বকাপ তাঁরই উজ্জ্বল অধ্যায়ে চিহ্নিত হয়ে থাকবে।
