December 6, 2025
খেলা

প্রথম টেস্টে অপ্রতিরোধ্য লড়াইয়ে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

দিল্লি: অদম্য জেদ, শৃঙ্খলিত বোলিং ও দৃঢ় মানসিক শক্তিকে হাতিয়ার করে প্রথম টেস্টেই ম্যাচে দারুণভাবে ফিরল দক্ষিণ আফ্রিকা। টপ–অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও লোয়ার–অর্ডারের প্রতিরোধ এবং বোলারদের ধারাবাহিক সাফল্যে দক্ষিণ আফ্রিকার শিবিরে নতুন করে উচ্ছ্বাস ফিরেছে।

ম্যাচের প্রথম থেকেই চাপের মুখে পড়েছিল প্রোটিয়ারা। দ্রুত উইকেট খুইয়ে ব্যাটিং অর্ডার ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়। তবে মাঝের সারিতে গুরুত্বপূর্ণ জুটি ও টেলএন্ডারদের দৃঢ়তায় চ্যালেঞ্জযোগ্য রান তোলে দক্ষিণ আফ্রিকা।
বোলিংয়ে নামতেই বদলে যায় ম্যাচের চেহারা। লেন্থ–বৈচিত্র্য, সুইং এবং আগ্রাসী গতির বোলিংয়ে প্রতিপক্ষকে বারবার চাপে ফেলে উইকেট আদায় করতে থাকে প্রোটিয়ারা। দিন শেষে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখতে সক্ষম হয় আফ্রিকান শিবির।

দলের কোচের কথায়, ‘এই লড়াই দলের চরিত্রকে আরও দৃঢ় করে তুলল। সামনে আরও কঠিন পরিস্থিতি আসবে, আর এই মানসিক শক্তিই আমাদের এগিয়ে দেবে।’
প্রথম টেস্টে এমন প্রত্যয়ী প্রত্যাবর্তনের ফলে সিরিজে এক নতুন লড়াইয়ে

Related posts

Leave a Comment