কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশেষ কমান্ডোদের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্পেশাল অপারেশনস ট্রেনিং সেন্টার’ (SOTC) স্থাপন করা হচ্ছে।মঙ্গলবার হরিয়ানার মানেসরে জাতীয় নিরাপত্তা বাহিনী (NSG)-এর ৪১তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, NSG সবসময় দেশের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অগ্রভাগে থেকেছে।
তিনি জানান, মানেসর ক্যাম্পাসে ১৪১ কোটি টাকায় নির্মিত SOTC-তে শুধু NSG নয়, দেশজুড়ে পুলিশের বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোকেও সর্বাধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।অমিত শাহ বলেন, “NSG তার সাহস ও দক্ষতার মাধ্যমে সর্বত্র সর্বোত্তম সুরক্ষার প্রতীক হয়ে উঠেছে—অপারেশন অশ্বমেধ, বজ্র শক্তি, ধাঙ্গু এবং অক্ষরধাম থেকে মুম্বই সন্ত্রাস হামলা পর্যন্ত তাদের ভূমিকা অতুলনীয়।”তিনি আরও জানান, NSG এখন হাসপাতাল, ধর্মীয় স্থান, সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। পাশাপাশি মহাকুম্ভ, পুরীর রথযাত্রা প্রভৃতি বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ দেশের আস্থার প্রতীক হয়ে উঠেছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোদি সরকার NSG-কে আরও অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামে সজ্জিত করতে চলেছে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, সরকার ইতিমধ্যেই UAPA ও NIA আইন সংশোধন করেছে, PMLA ও ED সক্রিয় করেছে যাতে সন্ত্রাস অর্থায়ন রোধ করা যায়। এছাড়াও সন্ত্রাস সংক্রান্ত তদন্তে তথ্য বিনিময়ের জন্য CCTNS এবং NATGRID প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।অমিত শাহ বলেন, “আমরা জনপ্রিয় ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-কে নিষিদ্ধ করেছি এবং তিনটি নতুন ফৌজদারি আইনে সন্ত্রাসবাদের সংজ্ঞা স্পষ্টভাবে নির্ধারণ করেছি, যাতে আর কোনো ফাঁক না থাকে।”
next post
