27 C
Kolkata
August 3, 2025
রাজ্য

নতুন বছরের প্রথম সপ্তাহ অতিক্রান্ত, হল না তুষারপাত

দার্জিলিং: ঝঞ্ঝা কেটে গিয়েছে। বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পারদ পতন চলছে। এমনকি কয়েকটি জেলায় দিনের বেলায়ও ব্যাপক ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের আকাশ পরিষ্কার থাকার জন্য রাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে নতুন বছরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তুষারপাত দেখতে পেল না দার্জিলিং। সাধারণত এই সময় বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা পাহাড়ে পাড়ি দেন তুষারপাতের মনোরম দৃশ্য দেখার জন্য।

তবে নতুন বছরের প্রথম সপ্তাহ অতিক্রান্ত। তুষারপাত হল না। উল্লেখ্য, উত্তরবঙ্গের কিছু জেলা বিশেষ করে জলপাইগুড়ি ঠান্ডার ক্ষেত্রে রীতিমতো পাল্লা দিচ্ছে পাহাড়ের সাথে। উত্তর-পশ্চিম ভারতেও ব্যাপক ঠান্ডা অনুভূত হচ্ছে। ২০২১ ডিসেম্বরের শেষ থেকে গত বছর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দার্জিলিং-এর একাধিক জায়গায় তুষারপাত হয়েছিল। টাইগার হিল, সান্দাকফু তো বটেই, এমনকি সুখিয়াপখরিতেও হয়েছিল তুষারপাত। এই বছর তুষারপাত না হওয়ার কারণ হিসেবে সিকিম আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এবারে শূন্য ডিগ্রির অক্ষ থেকে অনেক উপরে অবস্থান করছে দার্জিলিং। সেজন্য এবার দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা ক্ষীণ বলে জানানো হয়েছে। আগামী ১২ ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। সেই সময় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment