April 16, 2025
বাংলাদেশ বিদেশ

“পুলিশ জনতা, জনতাই পুলিশ”।

“পুলিশ জনতা, জনতাই পুলিশ”। এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে শুরু হয়েছে পুলিশের জনসংযোগ। সমাজের অপরাধ দমনে পুলিশের সঙ্গে সাধারণ মানুষকেও  এগিয়ে আসার  আহবান জানায়  প্রশাসন।
এই নজির বাংলাদেশের নোয়াখালিতে। এখানকার  সোনাইমুড়ী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যার  সমাধান খোঁজা হয়। সেজন্য পুলিশের সঙ্গে একটি ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার দীপকজ্যোতি খীসা।
বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ হারুন আর রশিদ।
মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোরগ্যাং ইভটিজিং, চাঁদাবাজি দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি পুলিশকে  সঠিক তথ্য দিয়ে সহযোগীতার আবেদন জানান।
কোনও মিথ্যা তথ্য দিয়ে পুলিশ ও জনগণকে  হয়রানি  না করার জন্য  তিনি বিশেষ ভাবে অনুরোধ  করেন।

Related posts

Leave a Comment