September 3, 2025
দেশ বিদেশ

শিপকি-লা গিরিপথ দিয়ে আবারও শুরু হবে ভারত-চীন সীমান্ত বাণিজ্য

হিমাচল প্রদেশে আবারও সীমান্ত বাণিজ্যের দুয়ার খুলতে চলেছে। ভারত ও চীন উভয় দেশই কিন্নউর জেলার শিপকি-লা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।এর পাশাপাশি লিপুলেখা পাস ও নাথু-লা পাসসহ আরও দুটি নির্দিষ্ট বাণিজ্যপথ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীন ও ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী ২০২৬ সাল থেকে কৈলাশ মানস সরোবর ও গাং রিনপোচে তীর্থযাত্রার পরিসরও বাড়ানো হবে।হিমাচল সরকারের এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, বহুদিন ধরে শিপকি-লা হয়ে চীনের সঙ্গে ঐতিহাসিক সীমান্ত বাণিজ্য ফের শুরু করার চেষ্টা চালাচ্ছিল রাজ্য সরকার। এবার কেন্দ্রীয় সরকারের অনুমোদনে তীর্থযাত্রার পাশাপাশি বাণিজ্যের পথও খুলে গেল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাম্প্রতিক ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই বিষয়ে মূলত সম্মতি হয়। বৈঠকে সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবনের প্রস্তাব গ্রহণ করা হয়।হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কেন্দ্রকে এ বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন। এর পরেই কেন্দ্রীয় সরকার চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তোলে এবং ইতিবাচক সাড়া পাওয়া যায়।শিপকি-লা পাস, যা একসময় ঐতিহাসিক সিল্ক রুটের অংশ ছিল এবং ১৯৯৪ সালের ভারত-চীন দ্বিপাক্ষিক চুক্তির অধীনে বাণিজ্যকেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়, তা আবারও দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের পথ খুলে দেবে।

এছাড়া কৈলাশ মানস সরোবর যাত্রার জন্যও এই রুটকে বিশেষ কার্যকর বলা হচ্ছে। রামপুর বুশাহর থেকে পুহ হয়ে শিপকি-লা পর্যন্ত সড়কপথ ইতিমধ্যেই বিদ্যমান থাকায় বেসক্যাম্প এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।জয়শঙ্কর এক চিঠিতে জানিয়েছেন, পাঁচ বছর পর লিপুলেখা (উত্তরাখণ্ড) ও নাথু-লা (সিকিম) দিয়ে কৈলাশ মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং এখন শিপকি-লাকেও এই রুটে যুক্ত করা হচ্ছে।মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব দেওয়ার জন্য।

Related posts

Leave a Comment