December 6, 2025
খেলা

এটিপি ফাইনালে আলকারাজকে হারিয়ে মধুর প্রতিশোধ সিনারের


গতবারের তিক্ত পরাজয়ের স্মৃতি ছিল মাথায়। সেই আঘাতই যেন নতুন করে জ্বালিয়ে দিল ইয়ানিক সিনারকে। অবশেষে প্রতিশোধটা নিয়ে নিলেন তিনি— শক্তিশালী ও আগ্রাসী টেনিসে কার্লোস আলকারাজকে হারিয়ে এ বার এটিপি ফাইনালের ফাইনালে জায়গা পাকা করলেন ইতালির এই উদীয়মান তারকা।সেমিফাইনাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। সিনারের বিরুদ্ধে গতবারের ম্যাচে দাপট দেখিয়েছিলেন আলকারাজ।

কিন্তু এ দিন কোর্টে দেখা গেল সম্পূর্ণ আলাদা সিনারকে— আরও আক্রমণাত্মক, আরও স্থির, আরও ম্যাচ-রেডি। শুরু থেকেই বেসলাইন র‍্যালি নিয়ন্ত্রণ করে রাখেন তিনি। আলকারাজের শক্তিশালী ফোরহ্যান্ড বারবার প্রতিহত করে স্মার্ট অ্যাঙ্গেল তৈরি করে মোক্ষম পয়েন্ট তুলতে থাকেন সিনার।প্রথম সেটে টাইব্রেক গড়ালেও সেখানে অভিজ্ঞতার পরিচয় দেন সিনার। দ্বিতীয় সেটে চাপ ধরে রেখে ব্রেক পয়েন্ট কনভার্ট করতেই ম্যাচের মোড় ঘুরে যায়। আলকারাজ যতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন না কেন, ইতালীয় তারকার ধারাবাহিক আক্রমণে ফেরার পথ আর খোলা রইল না।ম্যাচ শেষে সিনারের চোখেমুখে স্বস্তি—

“এই জয় আমার জন্য খুব বিশেষ। ওর বিরুদ্ধে আগের পরাজয়টা আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। আজ সেই ভুল শুধরে সেরা খেলাটা দিতে পেরেছি,” বলেন সিনার।হোম গ্রাউন্ডে সিনারের এই জয় ইতালীয় দর্শকদেরও পাগল করে দেয়। তাঁরা এখন আশাবাদী— বহু দিন পরে হয়তো ইউরোপের এ টেনিস রাজ্যে নতুন এক চ্যাম্পিয়নের জন্ম হতে চলেছে।ফাইনালে সিনারের প্রতিপক্ষ আরও কঠিন। কিন্তু এ দিনের পারফরম্যান্স দেখেই টেনিসবিশ্বের একাংশ মনে করছে— সিনার যদি এই ছন্দ বজায় রাখতে পারেন, তাহলে এ বছরের এটিপি ফাইনাল হতে পারে তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

Related posts

Leave a Comment