ঐতিহাসিক মহাকাশ মিশন শেষে দেশে ফিরে সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে ফেরার পর তিনি মোদীর হাতে তুলে দেন সেই জাতীয় পতাকা, যা মহাকাশে ওড়ানো হয়েছিল। দেশপ্রেমে ভরপুর আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী পতাকাটি গ্রহণ করে শুভাংশুর প্রশংসা করেন এবং বলেন, শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেছেন তিনি। শুভাংশু মহাকাশে কাটানো অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ ও বৈজ্ঞানিক পরীক্ষার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।
মাইক্রোগ্র্যাভিটি থেকে মানবদেহের প্রতিক্রিয়া এবং মহাকাশ কৃষির নতুন প্রযুক্তি—সব কিছুই ভারতের গগনযান প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। একই দিনে সংসদেও এই ঐতিহাসিক যাত্রাকে ঘিরে বিশেষ আলোচনা হয়। বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং মিশনটিকে ভারতের মানব মহাকাশ অভিযানের এক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। যদিও বিরোধীরা আলোচনায় অংশ নেননি, কংগ্রেস সাংসদ শশী তারুর সামাজিক মাধ্যমে শুভাংশুর কৃতিত্বের প্রশংসা করে লেখেন— তাঁর যাত্রা গগনযান কর্মসূচির জন্য এক বড় পদক্ষেপ, যা ভবিষ্যতের মহাকাশ মিশনকে আরও নিরাপদ ও নিখুঁত করবে।
