আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদচিহ্ন রাখা প্রথম ভারতীয় এবং মহাকাশযাত্রী হিসেবে দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইতিমধ্যেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন। অ্যাক্সিয়ম-৪ মিশন-এর অংশ হিসেবে ১৮ দিন মহাকাশে কাটিয়ে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শুক্লা জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাওয়া অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম সেরা সম্পদ। দেশবাসীর সমর্থন ও ভালোবাসা তাঁকে ভরিয়ে তুলেছে গর্বে। তাঁর কথায়, “এ মিশন শুধু আমার নয়, গোটা জাতির। ভারতবাসীর জন্যই আমি আজ এই মুহূর্তের সাক্ষী।”মহাকাশ থেকে ভারতের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগভরা কণ্ঠে বলেন, “ভারত আজও মহাকাশ থেকে সবচেয়ে সুন্দর দেখায়। জয় হিন্দ, জয় ভারত।”
১৭ আগস্ট দিল্লি বিমানবন্দরে ফেরার মুহূর্তে তাঁকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জাতীয় পতাকা হাতে তাঁর আগমনে বিমানবন্দর যেন উৎসবের আবহে ভরে ওঠে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
শুক্লা আরও জানান, মহাকাশে কাটানো দিনগুলো কেবল বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি পরীক্ষার অভিজ্ঞতাই নয়, সহযাত্রী নভোচারীদের আন্তরিকতা তাঁকে ভীষণভাবে মুগ্ধ করেছে। “যা ভেবেছিলাম, বাস্তব অভিজ্ঞতা তার থেকেও বেশি বিস্ময়কর।”
১৫ জুলাই মহাকাশ মিশন শেষ করে তিনি প্রথমে আমেরিকায় ফিরে আসেন। সেখান থেকে রবিবার ভোরে দিল্লিতে এসে পৌঁছন এই ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় বায়ুসেনা আধিকারিক। তাঁর প্রত্যাবর্তন দেশের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
