টেবল টেনিস জীবনের শেষ ম্যাচ খেলে বিদায় নিলেন শরথ কমল। জীবনের শেষ ম্যাচ চেন্নাইতে খেলবেন বলেই আগে থেকে ঘোষণা করে দিয়েছিলেন শরথ কমল।
তবে টুর্নামেন্টের মাঝপথে বিদায় নিতে হবে তা কেউ ভাবেননি। তাই পাঁচবারের অলিম্পিয়ান ডব্লুটিটি স্টার কনটেন্ডারে রাউন্ড অব ১৬-তে হেরে বসলেন নিজ রাজ্যের স্নেহিত সুরভাজাল্লার কাছে। তাতে একটু হলেও ভেঙে পড়েছিলেন। বিদায় নিতে হল স্ট্রেট গেমে হেরে। শরথ হেরে গেলেন ৯-১১, ৮-১১ ও ৯-১১ ফলে। প্রি-কোয়ার্টারে একপ্রকার শরথকে উড়িয়ে দিয়েছেন স্নেহিত।
অথচ ২৪ ঘন্টা আগে দুজনে ডাবলসে জুটি বেঁধে খেলেছেন। অথচ প্রি-কোয়ার্টারে খেলার আগে একের পর এক হারিয়ে এসেছিলেন অনির্বাণ ঘোষ ও নিকোলাস লুমকে।
previous post