কলকাতা, মঙ্গলবার: বাংলা বনাম অসমের রণাঙ্গনে আজ পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের হাতে। দুরন্ত গতিতে বল করে অসমের টপ অর্ডারকে একের পর এক চাপের মুখে ফেলেন শামি। অন্য দিকে স্পিনে বৈচিত্র ও নিখুঁত লাইন–লেন্থে শাহবাজ আহমেদ মাঝ ও নীচের সারিকে সম্পূর্ণ ভেঙে দেন।শুরু থেকেই উইকেট তুলে নেওয়ার দাপটে অসম ব্যাটাররা রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে। পাওয়ারপ্লে–তেই ছন্দ হারিয়ে ফেলে দল।
পরে শাহবাজের স্পিন আক্রমণে আরও ধস নামে অসম শিবিরে। ব্যাটাররা স্থির হতে না পেরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন।বাংলার বোলিং জুটির এই ধারাবাহিক সাফল্যে ম্যাচের নিয়ন্ত্রণ একেবারেই বাংলার দিকে চলে যায়। মাঠজুড়ে শামি–শাহবাজের দাপটই আজ প্রধান আলোচ্য বিষয়।
