রিয়াধ: ইন্টারনেট যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো! কারণ কোনো সিনেমার ট্রেলার নয়, কোনো মিউজিক ভিডিওও নয় — বরং একটিমাত্র ছবির জন্য।
বিশ্ববিখ্যাত ইউটিউব তারকা মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন) যা করতে পেরেছেন, তা বহুদিনে কোনো বলিউড পরিচালকও পারেননি — শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে এক ফ্রেমে আনতে!ছবিটি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত ‘Joy Forum 2025’-এ তোলা হয়। ১৬ অক্টোবর মিস্টারবিস্ট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঐতিহাসিক মুহূর্তটি শেয়ার করেন।
 ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার তিন সুপারস্টারের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।শুধু ছবিই নয়, মিস্টারবিস্টের ক্যাপশনই যেন আগুনে ঘি ঢেলেছে —“Hey India, should we all do something together?”এই একটি লাইনেই শুরু হয়েছে কোটি কোটি জল্পনা — তিন খান ও মিস্টারবিস্ট একসঙ্গে কী করতে যাচ্ছেন?
ইন্টারনেট ভরে গেছে নানা রকম মন্তব্যে, কেউ বলছেন “Bollywood x YouTube crossover we didn’t see coming”, কেউ আবার লিখেছেন “This is bigger than any Marvel multiverse moment!”যে যা-ই বলুক, বলিউড ও গ্লোবাল ইন্টারনেট দুনিয়ার এই ‘dream frame’ ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছে।
							previous post
						
						
					
