লখনউ, ১ ডিসেম্বর— উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলার প্রত্যেক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে জনঅভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে দেন, থানায় আসা প্রতিটি অভিযোগ যেন দ্রুত, স্বচ্ছ ও সময়বদ্ধভাবে নিষ্পত্তি হয়, তা জেলা পুলিশ প্রধানদের দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে হবে।
মুখ্যমন্ত্রীর মতে, থানায় অভিযোগ জানাতে এসে সাধারণ মানুষের যেন কোনওভাবেই হয়রানি না হয়। অভিযোগ নিষ্পত্তির গতিপ্রকৃতি নিয়মিত খতিয়ে দেখতে এবং বড় ধরনের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি এসএসপি ও ডিএসপি পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
এ ছাড়াও, অপরাধ নিয়ন্ত্রণ, রাস্তা নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী। সরকারের দাবি, এই কড়া মনিটরিংয়ের ফলে জনবিশ্বাস আরও বাড়বে এবং থানাগুলির কাজকর্মে আনবে গতি ও স্বচ্ছতা।
