33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

মহঃ সেলিমের সাংবাদিক বৈঠক

১.ববি হাকিম- শমীক যতই চেষ্টা করুন, সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না।

২.মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদি আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে! মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী কে ইমেইল মারফত অভিযোগ বিজেপির! নিন্দায় সরব বিপ্লবীদের পরিবার থেকে শিক্ষানুরাগীরা

৩.দিল্লিতে দিলীপ- প্রসঙ্গ মমতা- আমি সবার প্রশংসা করি। বিনা কারনে কারওর বিরুদ্ধে বলি না। যারা এত বড় কথা বলে, তাদের বিরুদ্ধে কেস আছে।যাঁকে নিয়ে এত চর্চা,তার নামে কেস নেই।যার নামে কেস নেই, তার সঙ্গে কথা বললে আমার দোষ হয়ে গেল! মমতা আমাকে গুরুত্ব দিয়েছেন, তাই অনেকে কষ্ট পেয়েছেন।

৪.বংশীহারিতে পুলিশ চড় মারল আন্দোলনকারীকে , তাতেও কোন পদক্ষেপ নেই , অন্যদিকে এসএফআই নেত্রাীর বিরুদ্ধে পুলিশের শতপ্রনোদিত পদক্ষেপ — কি বলবেন।

৫.যে টাটা কে রাজ্য থেকে তাড়ানোর অভিযোগ শাসক তৃণমূলের দিকে সেই টাটার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের আগে ফের টাটার শরনে তৃণমূল? বিরোধীরা বার বার শাসককে টার্গেট করছে উন্নযনের প্রশ্নে।

৬.গতকালের সাধারণ ধর্মঘটে তৃণমূল ও পুলিশের ভূমিকা প্রসঙ্গে।

৭.বাংলার পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে ভাষাগত বিষয়ে সমস্যায় পরছেন। এই প্রসঙ্গে

৮.নাগরিকত্ব প্রমানের নথি হিসাবে কেন গণ্য নয় আধার! সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। আদালতের প্রশ্ন ভোটার তালিকা সংশোধনের সময় নিয়েও।

Related posts

Leave a Comment