December 6, 2025
Kolkata

এসআইআর-এর দ্বিতীয় দফার কাজ শুরু, ভোটারদের হাতে পৌঁছাচ্ছে গণনাপত্র

কলকাতা, ৪ নভেম্বর: রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন (SIR) কর্মসূচির দ্বিতীয় দফার কার্যক্রম। মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা (BLOs) ভোটারদের হাতে বিতরণ করছেন গণনাপত্র বা এনিউমারেশন ফর্ম। এই পর্যায়ে প্রতিটি ভোটারের তথ্য হালনাগাদ, নতুন নাম অন্তর্ভুক্তি এবং প্রয়োজনে পুরনো নাম বাদ দেওয়ার কাজ চলবে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ ধরে ব্লো-রা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন।

তারা ফর্ম-৬, ফর্ম-৭ ও ফর্ম-৮ সংগ্রহের পাশাপাশি নতুন ভোটারদের নাম যুক্ত করার কাজ করবেন। কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।কমিশনের এক আধিকারিক বলেন, “আমরা চাই যেন কোনও যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনও অযোগ্য নাম তালিকায় না থাকে। তাই প্রত্যেক ভোটারকে অনুরোধ করছি, তাঁদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করুন।”

নির্বাচন কমিশনের তরফে ভোটারদের জন্য অনলাইন ফর্ম জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে বেশিরভাগ জেলায় ব্লো-দের সরাসরি সফরের মাধ্যমে তথ্য যাচাই প্রক্রিয়াই গুরুত্ব পাচ্ছে।

Related posts

Leave a Comment