নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশনের (ECI) বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে দাখিল হওয়া একাধিক পিটিশনের শুনানি আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার মামলাগুলির শুনানি করেন। পিটিশনকারীরা অভিযোগ করেন যে, বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ঘটেছে এবং কমিশনকে নির্দেশ দেওয়া হোক যেন সংযোজিত ও বাতিল হওয়া ভোটারদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হয়।
জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধন একটি স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত বলে যুক্তি দেন আবেদনকারীরা।অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ, যিনি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আদালতে বলেন, “নির্বাচন এখন ঘনিয়ে এসেছে, তালিকায় বড় পরিবর্তন করা সম্ভব নয়। 
তবে অন্তত যোগ-বিয়োগ হওয়া নামগুলো আলাদাভাবে প্রকাশ করা উচিত।”

