দিল্লি:পাঞ্জাবের সংসদ সদস্য ও ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপাল সিংয়ের এনএসএ (জাতীয় নিরাপত্তা আইন) অনুযায়ী আটক থাকার বিরুদ্ধে করা আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানাল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই রায় দেন।আদালত জানিয়েছে, অমৃতপাল সিংয়ের পক্ষ থেকে দাখিল করা আবেদনটি সরাসরি গ্রহণযোগ্য নয় এবং তাঁকে প্রথমে উপযুক্ত হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
এর ফলে এনএসএ-র অধীনে তাঁর আটকাদেশ বলবৎই থাকছে।অমৃতপাল সিংকে চলতি বছরের শুরুতে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শিখ যুবকদের উস্কানি, রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আসামে বন্দি রয়েছেন।সরকারি সূত্রে জানা গেছে, অমৃতপাল সিংয়ের মুক্তি নিয়ে পাঞ্জাব রাজনীতিতে উত্তেজনা ছড়ালেও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তার বিষয় কোনোভাবেই আপসযোগ্য নয়।
