October 31, 2025
Featured

ভারতীয় সংস্কৃতিকে পুনরায় বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে চায় সংস্কার ভারতী – প্রদেশ প্রবন্ধকারিনী বৈঠকে বার্তা দিলেন তিলক সেনগুপ্ত

মিলন খামারিয়া, হাওড়া, ১৩ অক্টোবর; গত ১১ অক্টোবর, হাওড়া জেলার মন্দিরতলায়, আইনজীবী দেব রঞ্জন ব্যানার্জির বাড়ির সভাগৃহে, বিজয়া সম্মিলনী উপলক্ষে আয়োজিত হল ‘সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ'(দক্ষিণবঙ্গ প্রান্ত)-এর ‘প্রদেশ প্রবন্ধকারিণী বৈঠক’।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর অখিল ভারতীয় কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায়, পশ্চিমবঙ্গ প্রদেশের – সভাপতি ড. স্বরূপ প্রসাদ ঘোষ, কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত, কোষাধ্যক্ষ গোপাল কুন্ডু ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচার প্রমুখ ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের অধিকারী সম্পর্ক প্রমুখ বিপ্লব রায় এবং প্রদেশের অন্যান্য কার্যকর্তা বৃন্দ।সভার শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সম্মানীয় কার্যকর্তা বৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রান্তের সঙ্গীত টোলির সদস্যা পারমিতা নিয়োগী। সকাল ১১ টা থেকে ৩ টে পর্যন্ত চলা এই বৈঠকে সংস্কার ভারতীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে ‘বন্দেমাতরম’ সঙ্গীতের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বহুমুখী কাজের পরিকল্পনাও করা হয়।এই সভা সম্পর্কে সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত বলেন, বিজয়া সম্মিলনী উপলক্ষে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভারতীয় সংস্কৃতিকে পুনরায় বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে চাই আমরা। আমাদের শিল্প-সাহিত্য-সভ্যতা-সংস্কৃতি কত উচ্চ মানের তা বিশ্ববাসী জানুক। সেই প্রচেষ্টায় করছি আমরা।এই সভার আয়োজক ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের হাওড়া জেলা কার্যকর্তা বৃন্দ। সভায় দেব রঞ্জন ব্যানার্জি ও অনিমা দাসও(সঙ্গীত টোলির সদস্য) সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন প্রান্তের সাহিত্য বিধা প্রমুখ সঙ্ঘমিত্রা কবিরাজ।

Related posts

Leave a Comment