31 C
Kolkata
August 2, 2025
দেশ

দোষী সাব্যস্ত সজ্জন কুমার

ফাইল চিত্র

শিখ দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার। আদালতের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি সাজা ঘোষণা নিয়ে শুনানি হবে। এদিন সজ্জন কুমারকে তিহার জেল থেকে আদালতে হাজির করানো হয়। সরস্বতী বিহারে দুই ব্যক্তিকে খুনের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির এক আদালত।

প্রাথমিক ভাবে পাঞ্জাবি বাগ থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হলে তাদের হাতেই তদন্তের দায়ভার দেওয়া হয়। সজ্জন কুমারের বিরুদ্ধে বহু তথ্যপ্রমাণ হাতে তদন্তকারী দল। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আদালত সজ্জনের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করা হয়।

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কার্যত শিখনিধন যজ্ঞ চলেছিল দেশে। সেই অশান্তি চলাকালীন ১ নভেম্বর যশবন্ত সিং নামের এক ব্যক্তি ও তাঁর পুত্র তরুণদীপ সিংকে খুনের ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম জড়ায়। সেই সময় দিল্লির রাজনগরেরই সাংসদ ছিলেন সজ্জন কুমার।

Related posts

Leave a Comment