November 1, 2025
দেশ

গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি নারীরা, তিন কোটি ‘লক্ষপতি দিদি’ তৈরির লক্ষ্য ঘোষণা শিবরাজ সিং চৌহানের

ভোপাল: ‘মহিলা কৃষক দিবস’-এ দেশের গ্রামীণ নারীদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের প্রশংসায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালে আয়োজিত ‘মহিলা কৃষাণ সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“গ্রাম ছাড়া ভারত অসম্পূর্ণ, কৃষক ছাড়া গ্রাম অসম্পূর্ণ, আর কৃষিতে আমাদের বোনেদের অবদান ছাড়া সেই চিত্র অসম্পূর্ণ থেকে যায়।”চৌহান বলেন, আজ দেশের নারী কৃষকেরা শুধুমাত্র জমি চাষেই সীমাবদ্ধ নন— তাঁরা ‘প্রৌঢ় সখী’, ‘কৃষি সখী’‘ব্যাংক সখী’ হিসেবে আত্মনির্ভরতার নতুন ইতিহাস গড়ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁরা কৃষি, উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ছোট ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।মন্ত্রী আরও জানান,“এই উদ্যোগের ফলে ইতিমধ্যেই দুই কোটিরও বেশি নারী ‘লক্ষপতি দিদি’ হয়েছেন। আমাদের পরবর্তী লক্ষ্য আরও তিন কোটি নারীকে এই কর্মযজ্ঞের অংশীদার করা।”সরকারি সূত্র অনুযায়ী, ‘লক্ষপতি দিদি’ প্রকল্পের লক্ষ্য গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের আয় বছরে কমপক্ষে এক লক্ষ টাকায় উন্নীত করা।

এই প্রকল্পের আওতায় নারীরা কৃষি-উৎপাদন, হস্তশিল্প, পশুপালন, স্বনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ উদ্যোগের মাধ্যমে নিজেদের জীবনে অর্থনৈতিক স্থিতি আনছেন।চৌহানের বক্তব্যে প্রতিফলিত হয়েছে কেন্দ্রীয় সরকারের “নারী শক্তি” মন্ত্র— যা এখন শুধু সামাজিক নয়, বরং ভারতের গ্রামীণ অর্থনীতির বাস্তব চালিকা শক্তি হয়ে উঠেছে।

Related posts

Leave a Comment