25 C
Kolkata
November 1, 2025
রাজ্য

গ্রামীণ চিকিৎসকরা সরকারী হেলথ ট্রেনিং-এর শংসাপত্র প্রদানের দাবি জানাল

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটির উত্তর ২৪ পরগনার কার্যকর্তারা আজকে জেলার স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানালেন যে, ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারদের গভর্নমেন্ট ট্রেনিং হবার পর কোনও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই মর্মে তাঁরা সিএমওএইচ-এর কাছে একটি মেমোরান্ডাম জমা দেয়।

সংগঠনের উত্তর ২৪ পরগনার জেলা প্রেসিডেন্ট অসিত সরকার এবং সেক্রেটারি প্রশান্ত কুমার পাল মেমোরান্ডামটি জমা দিয়েছেন। বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক ডক্টর সাধন নাগ, ডক্টর অঞ্জন বিশ্বাস ও ডক্টর সমীরণ চক্রবর্তী প্রভৃতিরাও এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন।

প্রেসিডেন্ট অসিত সরকার ও সেক্রেটারি প্রশান্ত কুমার পাল দাবি করেন যে, তাঁদের গভর্মেন্টের হেলথ ট্রেনিং অবিলম্বে সবাইকে দিতে হবে, কোনও গ্রামীণ ডাক্তার যেন বাদ না যায়। সেই প্রক্রিয়া অবিলম্বে সমাপ্ত করতে হবে।

Related posts

Leave a Comment