October 31, 2025
Uncategorized

আরটিপিএস আইনেই বদলাবে শহুরে ওডিশার নাগরিক সেবা

ওডিশা সরকারের হাউজিং ও আরবান ডেভেলপমেন্ট বিভাগ গতকাল ‘রাইট টু পাবলিক সার্ভিসেস’ (RTPS) আইন নিয়ে এক বৈঠক করে। মূল লক্ষ্য ছিল শহুরে প্রশাসনকে আরও শক্তিশালী করা এবং নাগরিককেন্দ্রিক সেবা প্রদান নিশ্চিত করা।

বিভাগের সচিব উষা পদ্হি বলেন, “আরটিপিএস আইন কেবল পরিষেবা প্রদানের হাতিয়ার নয়, এটি প্রশাসনকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রতিশ্রুতি। প্রতিটি স্তরে জবাবদিহি, দক্ষতা ও স্বচ্ছতা আনাই আমাদের লক্ষ্য। নাগরিকদের অধিকার যেন পরিষেবা প্রদানকারীদের দায়িত্ব হয়ে ওঠে—এটাই উদ্দেশ্য।”

সেন্টার ফর ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট (CYSD)-এর সহ-প্রতিষ্ঠাতা ও মেন্টর জগদানন্দ এক বিশেষ প্রেজেন্টেশনে আরটিপিএস আইনের পরিবর্তনশীল সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, যেমনভাবে তথ্যের অধিকার আইন (RTI) প্রশাসনে বদল এনেছে, তেমনভাবেই আরটিপিএস শহুরে শাসনে বড় ভূমিকা রাখতে পারে। এজন্য দক্ষতা বৃদ্ধি, সিস্টেম সংস্কার, রেকর্ড সংরক্ষণ ও নাগরিককেন্দ্রিক সংস্কারের উপর জোর দিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ভুবনেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস-চেয়ারম্যান এন. তিরুমালা নায়ক, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর অরিন্দম ডাকুয়া, ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার চঞ্চল রানা, অতিরিক্ত সচিব রবীন্দ্র কুমার সাহু ও এস. রাউত্রায়সহ বিভাগের অন্যান্য আধিকারিকরা।

বিভাগ জানায়, আরটিপিএস আইনের মাধ্যমে এমন এক শাসন কাঠামো তৈরি করা হবে যা নাগরিকদের অগ্রাধিকার দেবে এবং শহুরে ওডিশাজুড়ে সময়মতো, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি পরিষেবা নিশ্চিত করবে।

Related posts

Leave a Comment