ওডিশার কটকের ওপিআইডি (OPID) আদালত বুধবার এক বিনিয়োগ প্রতারণা মামলায় মাস্টারমাইন্ড পাবিত্র কুমার সাহুকে দশ বছরের কঠোর কারাদণ্ডে দণ্ডিত করেছে। প্রায় ১৪ কোটি টাকা প্রতারণার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।মামলার নথি অনুযায়ী, সাহু নিজেকে ভিবগ্যর অ্যালায়েড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও এর সহকারী সংস্থার ওডিশা প্রধান পরিচয় দিয়ে ভুয়ো স্কিমে বিনিয়োগের নাম করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন।
 বেশি মুনাফার আশ্বাস দিয়ে টাকা তোলার পর ২০১৩ সালে কোম্পানির দফতর বন্ধ হয়ে যায় এবং কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি।অভিযোগকারীর আবেদনের ভিত্তিতে ২০১৮ সালে ওড়িশা হাইকোর্টের হস্তক্ষেপে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) তদন্ত শুরু করে। নয়জন সাক্ষীর বয়ান ও প্রমাণের ভিত্তিতে আদালত সাহুকে দোষী সাব্যস্ত করে।
বিশেষ সরকারি কৌঁসুলি বিশ্বজিৎ মহাপাত্র জানান, অভিযুক্তকে পুরস্কার চিট ও মানি সার্কুলেশন স্কিমস (ব্যানিং) আইন, ওপিআইডি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তি দেওয়া হয়েছে।

