বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ব্যাপক জয়ের সম্ভাবনা তৈরি হতেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ভোট গণনার ধারাবাহিক ট্রেন্ডে জোটের শক্তিশালী এগিয়ে থাকার প্রেক্ষাপটে বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ বলেন, “বিহারের মানুষ জাতপাতের গণ্ডি পেরিয়ে উন্নয়ন, স্বচ্ছতা ও স্থিতিশীলতার পক্ষে রায় দিয়েছেন।”
তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনে বিহারের ভোটাররা দলগত রাজনীতির বদলে উন্নয়নমুখী সরকারকেই অগ্রাধিকার দিয়েছেন। এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ পরিবারের জন্য কল্যাণমূলক উদ্যোগ—এবারের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।রবি শঙ্কর প্রসাদ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিহারের সামগ্রিক উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে।
বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা বিস্তার, সড়ক ও রেল প্রকল্প—এসবই এনডিএ-কে বাড়তি সুবিধা দিয়েছে বলে তার দাবি।তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “জনগণের বার্তা স্পষ্ট—বিহার এখন উন্নয়ন চায়, বিভাজন নয়।” নির্বাচনোত্তর পরিস্থিতিতে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
