31 C
Kolkata
April 16, 2025
বিদেশ

মিশরে বিরল হায়নাকে পিটিয়ে মারল জনতা

ফাইল চিত্র

প্রায় ৫,০০০ বছর পর বিরল প্রজাতির হায়েনার দেখা মিললো  মিশরে। কিন্তু সেই প্রাপ্তির দুঃখজনক সমাপন ঘটালো স্থানীয় বাসিন্দারা। সেই হায়নাটিকে পিটিয়ে মারলো তারা। এই ঘটনা শুধু অবাক করার মতোই নয় পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণীদের অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।  জন্য গিয়েছে, শুক্রবার ২৪ জানুয়ারি দক্ষিণ-পূর্ব মিশরের ওয়াদি ইয়াহমিব এলাকায় দাগযুক্ত হায়েনাটি দেখা যায়। মিশর-সুদান সীমান্ত থেকে মাত্র ১৯ মাইল দূরে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়দের অভিযোগ, হায়েনাটি দু’টি ছাগলকে মেরে ফেলেছে। এরপর স্থানীয়রা সেটিকে ঘিরে ধরে মেরে ফেলে। মিশরের আল আজহার ইউনিভার্সিটির পরিবেশবিদ আবদুল্লাহ নাগি বলেন, ‘আমি হায়নার ছবি না দেখলে কখনওই বিশ্বাস করতাম না। মিশরে এর দেখা পাওয়া একেবারেই অপ্রত্যাশিত।’ এই প্রজাতির হায়েনারা সাধারণত সাব-সাহারান আফ্রিকায় বাস করে। তারা দলবদ্ধ হয়ে শিকার করে এবং সাধারণত আফ্রিকার বিভিন্ন এলাকায় সীমাবদ্ধ থাকে। মিশরে এই প্রাণীর দেখা মিললে প্রশ্ন ওঠে— কীভাবে এটি এত দূর এল, সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। 

Related posts

Leave a Comment