জয়পুর — রাজস্থানের প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ গিররাজ প্রসাদ তিওয়ারি বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯২০ সালে ভরতপুর জেলার বায়ানা মহকুমার বিদিয়ারি গ্রামে জন্মেছিলেন তিওয়ারি। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে পরে রাজনীতিতে যোগ দেন। 
তিনি একবার পঞ্চায়েত সমিতির প্রধান, একবার জেলা প্রধান, দু’বার বিধায়ক এবং একবার বিধানসভার উপাধ্যক্ষ হয়েছিলেন।১৯৮৫ সালের ২৯ মার্চ থেকে ১৯৮৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি বিধানসভার উপাধ্যক্ষ এবং ১৯৮৬ সালের ৩১ জানুয়ারি থেকে ১৯৯০ সালের ১১ মার্চ পর্যন্ত অধ্যক্ষ পদে ছিলেন।তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ কিসানরাও বাগাডে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বসুন্ধরা রাজে, বর্তমান বিধানসভার অধ্যক্ষ বসুদেব দেবনানি সহ বহু গণ্যমান্য ব্যক্তি।
রাজ্যপাল শোকবার্তায় বলেন, ‘তিওয়ারিজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রার্থনা করি তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিক।’মুখ্যমন্ত্রী শর্মা বার্তায় লিখেছেন, ‘তিওয়ারিজির প্রয়াণে আমি মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।’বিধানসভার অধ্যক্ষ দেবনানি বলেন, তিওয়ারির অবদান অনস্বীকার্য। তিনি অধ্যক্ষ থাকাকালীন বিধানসভার শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখেছিলেন। 
পরে বিধানসভা সচিবালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয় এবং শ্রদ্ধা জানিয়ে ওই দিন ছুটি ঘোষণা করা হয়।বৃহস্পতিবারই তাঁর জন্মভূমি বিদিয়ারি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী শর্মা সেখানে গিয়ে শতায়ু নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

