November 1, 2025
দেশ

স্বাধীনতার ৭৮ বছর পর মিজোরামে প্রথম রেল চালু হতে চলেছে

মিজোরামের রাজধানী আইজল অবশেষে ভারতের রেল মানচিত্রে স্থান পেল। স্বাধীনতার ৭৮ বছর পর ব্যারাবি–সাইরাং রেললাইন তৈরি হওয়ায় উত্তর-পূর্ব ভারতের এই দুর্গম রাজ্যে রেলের স্বপ্ন পূরণ হল। আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে এই রেলপথ উদ্বোধন করবেন।

৫১ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন দুর্গম পাহাড়ি অঞ্চল অতিক্রম করেছে। পুরো পথে তৈরি হয়েছে ৪৮টি টানেল (মোট দৈর্ঘ্য ১৩ কিলোমিটার), ৫৫টি বড় সেতু এবং ২৭টি ছোট সেতু। এর মধ্যে একটি সেতুর উচ্চতা ১০৪ মিটার, যা দিল্লির কুতুব মিনারের (৭২.৫ মিটার) চেয়েও উঁচু।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের সর্বোচ্চ গতি ধরা হয়েছে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ব্যারাবি থেকে আইজল যেতে এখন মাত্র দেড় ঘণ্টা সময় লাগবে। আগে এই পথ অতিক্রম করতে সময় লাগত পাঁচ থেকে ছয় ঘণ্টা।

রেল সূত্রে জানা গেছে, এই নতুন রেললাইন চালু হলে কলকাতা, আগরতলা ও দিল্লির সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। আগে বহুবার জমি জরিপ হলেও প্রকল্প সম্পন্ন হয়নি। অবশেষে জাতীয় প্রকল্প ঘোষণা হওয়ার পর কাজ গতি পায় এবং দীর্ঘ ১১ বছরের প্রচেষ্টায় রেলপথ তৈরি সম্ভব হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মধ্যে এখন চারটি—ত্রিপুরা (আগরতলা), আসাম (দিসপুর), অরুণাচল প্রদেশ (ইটানগর) এবং মিজোরাম (আইজল)—সরাসরি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো। বিশেষজ্ঞদের মতে, এটি পুরো উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এক গেম চেঞ্জার হবে।

Related posts

Leave a Comment