33 C
Kolkata
April 14, 2025
দেশ

যোগ্যদের চাকরি বহাল রাখতে রাষ্ট্রপতিকে চিঠি রাহুল গান্ধীর

ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের রায়ে একধাক্কায় চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। যোগ্যদের চাকরিতে ফের বহাল রাখতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, কিছু অযোগ্য প্রার্থীর জন্য যাঁরা ন্যায্য পথে ছিলেন, তাঁদের চাকরি যাওয়া সঠিক বিচার নয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে একজন প্রাক্তন শিক্ষক।

চিঠিতে রাহুল লেখেন, ‘আপনি নিজে একজন শিক্ষক হিসেবে কাজ করেছেন। আমি নিশ্চিত যে শিক্ষক এবং তাঁদের পরিবার ও ছাত্রছাত্রীদের প্রতি এই  অবিচারের বিশাল মানবিক মূল্য বুঝতে পেরেছেন। আমি আপনাকে অনুরোধ করছি যে, দয়া করে তাঁদের অনুরোধের বিষয়টি বিবেচনা করুন এবং সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করুন, যাতে যোগ্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’  

রাহুল বলেন, ‘কলঙ্কিত’  শিক্ষকদের সঙ্গে ‘অকলঙ্কিত’ শিক্ষকদের সম আচরণ করা অন্যায় হবে। রাহুল গান্ধী দেড় পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়ে লেখেন, ন্যায্য উপায়ে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে।

তিনি জানান, এই যোগ্য শিক্ষকদের অনেকেই প্রায় এক দশক ধরে চাকরি করছেন। চাকরি হারানোর ফলে তাঁদের পরিবারের সমস্যা তুলে ধরার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন।

রাহুল গান্ধী পরোক্ষে তৃণমূলকে নিশানা করে বলেন, ‘সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট স্বীকার করেছে যে, কিছু প্রার্থী যোগ্য ছিলেন। ফলে যাঁরা যাঁরা অন্যায় করেছেন, তাঁদের বিচারের অধীনে আনা হোক। তবে এভাবে সকলকে চাকরি থেকে বাদ দেওয়া মানে তাঁদের মনোবল এবং সেবা করার প্রেরণাকে ধ্বংস করা। তাঁদের পরিবারও আয়ের একমাত্র উৎস থেকে বঞ্চিত হবে।’

রাহুল গান্ধী যোগ্য প্রার্থীদের দুর্দশার কথা উল্লেখ করে চিঠিতে লিখেছেন, ‘নিয়োগের সময় হওয়া যে কোনও অপরাধ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অযোগ্য প্রার্থীদের মতোই যোগ্য প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করা গুরুতর অবিচার।’

Related posts

Leave a Comment