সোমবার কানহাইয়া কুমারের নেতৃত্বে বিহারের বেগুসরাইয়ে চলমান ‘পলায়ন রোকো, নকরি দো’ পদযাত্রায় যোগ দিলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা (এলওপি) রাহুল গান্ধী। ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের (এনএসইউআই) ভারপ্রাপ্ত এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (জেএনইউএসইউ) প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার বর্তমানে কংগ্রেসের সদস্য। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই পদযাত্রায় সাদা টি-শার্ট পরা সমর্থকদের একটি জন সমুদ্র তৈরি হয়। তিনি রাজ্যের যুবকদের কর্মসংস্থানের দাবিতে শহর জুড়ে এই পদযাত্রা করেন।
কংগ্রেস নেতা কানহাইয়া কুমারের নেতৃত্বে এই ‘যাত্রা’-তে ছাত্র, চাকরিপ্রার্থী এবং দলের সদস্যদের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস এই যাত্রাকে বিহারে ব্যাপক বেকারত্ব এবং রাজ্যের মানুষের বড় আকারের অভিবাসনের বিরুদ্ধে একটি গণ আন্দোলন হিসাবে তুলে ধরে।
প্রসঙ্গত আসন্ন নির্বাচনের আগে ভোটারদের কাছে কংগ্রেস দলের বিস্তৃত প্রচারের অংশ এই যাত্রা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনী প্রচারে রাজ্য সফরের আগে রাহুল বিহারের যুবকদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তাঁদের অধিকারের জন্য রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে সাদা টি-শার্ট পরে আসার আহ্বান জানিয়েছিলেন।
রাহুল গান্ধী বলেন, ‘এই পদযাত্রার উদ্দেশ্য হল সমগ্র বিশ্বের কাছে বিহারের যুবকদের অনুভূতি, তাদের সংগ্রাম, তাদের যন্ত্রণার কথা তুলে ধরা। আপনিও সাদা টি-শার্ট পরে আসুন, আপনার অধিকারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রশ্ন করুন, আওয়াজ তুলুন। আসুন, আমরা সবাই মিলে বিহারকে সুযোগের রাজ্যে পরিণত করি।’
উল্লেখ্য, এর আগে বিমানবন্দরে রাহুল গান্ধীকে স্বাগত জানান বিহার প্রদেশ কংগ্রেস ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ অখিলেশ প্রসাদ সিং। বিরোধী দলীয় নেতাকে সিং এবং দলের রাজ্য ইউনিটের অন্যান্য নেতারা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।