রবিবার লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বস্টনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ‘আপস’ করেছে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে রাহুল বলেন, ‘মহারাষ্ট্রে মোট মানুষের চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যে ভোটার সংখ্যা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাত সাড়ে সাতটার মধ্যে সেই সংখ্যার সঙ্গে হঠাত যুক্ত হয়ে যায় আরও ৬৫ লক্ষ ভোট, যা শারীরিকভাবে অসম্ভব।’
রাহুলের অভিযোগ, ‘আমরা যখন ভোটদানের ভিডিওগ্রাফি চেয়েছিলাম, তখন নির্বাচন কমিশন তা দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, ওরা আইনই বদলে দিয়েছে যাতে আমাদের ভিডিও চাওয়ার কোনও রাস্তা আর খোলা না থাকে।’
রাহুল বলেন, ‘একজনের ভোট দিতে ন্যূনতম ৩ মিনিট সময় লাগার কথা। আপনার যদি সামান্য অঙ্কের জ্ঞান থাকে, তাহলেই বুঝতে পারবেন, ভোট শেষ হতে রাত ২টো বেজে যেত। কিন্তু, তা হয়নি।’