April 6, 2025
কলকাতা খেলা

নজির গড়ে বিশ্বকাপের শেষ আটে মরক্কো, ৩-০ গোলে হারালো স্পেনকে

Soccer Football - FIFA World Cup Qatar 2022 - Round of 16 - Morocco v Spain - Education City Stadium, Al Rayyan, Qatar - December 6, 2022 Morocco's Achraf Hakimi celebrates after scoring the winning penalty during the penalty shootout as Morocco progress to the quarter finals REUTERS/Matthew Childs

কাতার, ৬ ডিসেম্বর: ২০২২ কাতার বিশ্বকাপের শুরুটা দুরন্ত করেছিল স্পেন। প্রথম ম্যাচেই কোস্টারিকাকে ৭ গোল দিয়েছিল লুই এনরিকের দল। কিন্তু শেষ রক্ষা হল না। নকআউট পর্বে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হল ২০১০ এ বিশ্বকাপ জয়ী স্পেনকে। চার বছর আগে গ্রুপ পর্যায়ে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। সেই ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। এবার কাতার বিশ্বকাপে টাই ব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারাল মরক্কো। এর ফলে শেষ আট-এ পৌঁছে গেল আফ্রিকান সিংহ।

এদিন গোটা ম্যাচে মরক্কোর বিরুদ্ধে গোলই করতে পারল না স্পেন। নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত সময়েরও খেলার ফল গোলশূন্য। স্বাভাবিক ভাবেই ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। তিনটে পেনাল্টি সেভ করে ম্যাচের নায়ক মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো।

মরক্কো ম্যাচের আগে স্পেনের কোচ এনরিকে বলেছিলেন, টাইব্রেকারের কথা ভেবে দলের ফুটবলারদের ১০০০ বার পেনাল্টি প্রাকটিস করানো হয়েছে। দেখা গেল, সেই অনুশীলন একেবারেই কাজে লাগল না। স্পেনের তিন জন ফুটবলার পেনাল্টি নিয়েছিলেন। একজনও গোলে রাখতে পারলেন না। ফলে নকআউট পর্বেই বিদায় নিতে হল স্পেনকে।

Related posts

Leave a Comment