নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভারত সফরে আসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, ভূ-রাজনীতি ও বাণিজ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফর ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে, কারণ চলমান আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই ভারত–রাশিয়া সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
