December 6, 2025
দেশ

তামিলনাড়ুতে SIR প্রক্রিয়া আরও একমাস বাড়ানোর দাবি পুথিয়া তামিঝাগমের

চেন্নাই, ২০ নভেম্বর: তামিলনাড়ুতে চলমান SIR প্রক্রিয়া আরও একমাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানাল পুথিয়া তামিঝাগম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বিপুল সংখ্যক মানুষ এখনো যাচাই–প্রক্রিয়ার সুযোগ পাচ্ছেন না।

তাই সময়সীমা বাড়ানো জরুরি। সংগঠনের দাবি, সময়সীমা বাড়ালে স্বচ্ছতা বাড়বে এবং কেউ যাতে প্রক্রিয়া থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি।

Related posts

Leave a Comment