সংবাদ কলকাতা: বছরের প্রথম দিনেই ১ কোটি টাকার ব্যবসা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দেব-মিঠুন অভিনীত প্রথম ছবি ‘প্রজাপতি ‘। উল্লাসে কিছুদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একরকম কটাক্ষের সুরে বলেছিলেন, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য প্রজাপতি সিনেমা ফ্লপ হয়েছে। কিন্তু গত ১০ দিনে ৪ কোটির উপর ব্যবসা করে যেন কুণাল ঘোষের কটাক্ষের মোক্ষম জবাব দিল প্রজাপতি। গুঁড়িয়ে দিয়েছে বাংলা বক্স অফিসের সমস্ত রেকর্ড। প্রায় একই সময়ে মুক্তি পাওয়া ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ‘হত্যাপুরী’ এবং পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘হামি ২’-কেও পিছনে ফেলে দিয়েছে প্রজাপতি।
পরিচালক অভিজিৎ সেনের এই ছবিতে মিঠুনকে দেখা গিয়েছে দেবের বাবার ভূমিকায় অভিনয় করতে। যা নিয়ে কুনাল ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, মিঠুনের খারাপ অভিনয়ের জন্যই এই ছবি ফ্লপ হবে। যদিও তার উপযুক্ত জবাব দিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেন, সিনেমা তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কোনও বিতর্ক তিনি চান না। প্রয়োজনে তিনি আবার মিঠুনদাকে ডাকবেন। তবে তিনি গ্রহণ করবেন কিনা সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।
প্রসঙ্গত, পরিচালক অভিজিৎ সেনের প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেব, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্কর, কৌশানী মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ নাট্য ব্যক্তিত্ব।
previous post